হারারেতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ আগে ফিল্ডিং করেছিল।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন :
স্পিন অলরাউন্ডার মেহেদী হাসানকে বসিয়ে নেওয়া হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। শেষ টি-টোয়েন্টিতে একটির বেশি পরিবর্তন করেননি মাহমুদউল্লাহ।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
আগের একাদশ নিয়ে খেলছে জিম্বাবুয়ে :
দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা। ম্যাচ জেতায় উইনিং কম্বিনেশন ভাঙেনি স্বাগিতকরা।
জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাবা, ডিয়ন মায়ার্স, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংউই, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি।
অঘোষিত ‘ফাইনাল’ বাংলাদেশ-জিম্বাবুয়ের
টেস্ট, ওয়ানডের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে এসে প্রথম জয়ের দেখা পায় জিম্বাবুয়ে। বাংলাদেশের জয়রথ থামিয়ে অবাক করে দেয় সিকান্দার রাজার দল। তিন ম্যাচ সিরিজ এখন ১-১ এ সমতায়। ভুল শুধরে ফাইনাল জিততে চায় বাংলাদেশ।
এখন পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে দলের সংগ্রহ ২ ওভারে ১৮ রান