সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

জুলাইতে ৬৩২টি সড়ক দুর্ঘটনায় ৭৩৯ জন নিহত

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৬, ২০২২

দেশে গত জুলাই মাসে ৬৩২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭৩৯ জন। আর আহত হয়েছেন ২ হাজার ৪২ জন। বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল আরোহীরা। নিহতদের মধ্যে তাদের সংখ্যাই বেশি।

শনিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রোড সেইফটি ফাউন্ডেশন। সংস্থাটি মাসভিত্তিক হিসাবে ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি করেছে এই প্রতিবেদন।

সংস্থাটি জানিয়েছে, গত জুলাই মাসে সারা দশে ২৯৬টি দুর্ঘটনা হয়েছে মোটরসাইকেলে। এই হার মোট দুর্ঘটনার ৪৭ দশমিক ১৫ শতাংশ। দুই চাকার এই যানবাহনে দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৫১ জন। যা মোট নিহতের মধ্যে ৩৩ দশমিক ৯৬ শতাংশ।

দুর্ঘটনার শিকার যানবাহনের মধ্যে মোটরসাইকেলের হার বেশি। গত মাসে সম্পৃক্ত ১ হাজার ২১৮টি যানবাহনের মধ্যে মোটরসাইকেল রয়েছে ৩১৭টি। অন্যান্য সব তিন চাকার যান রয়েছে ২২১টি, ট্রাক ১৭৯টি, বাস ১৮৮টি, পিকআপ ৫৬টি, কাভার্ডভ্যান ২১টি ও স্থানীয় নসিমন-করিমনের মতো যানবাহন রয়েছে ৮২টি।

সংস্থাটি জানিয়েছে, জুলাইতে নিহতদের মধ্যে প্রাইভেটকারের যাত্রী রয়েছেন ৫৭ জন, তিন চাকার যানের যাত্রী ১৪৯ জন, স্থানীয় নসিমন-করিমনের মতো যানের যাত্রী ২৬ জন ও বাইসাইকেল-রিকশার যাত্রী রয়েছেন ২২ জন। দুর্ঘটনাগুলোর মধ্যে জাতীয় মহাসড়কে ঘেটেছে ২৫২টি, আঞ্চলিক সড়কে ১৯৯টি, গ্রামীণ সড়কে ১০৯টি, শহরের সড়কে ৬৪টি ও অন্যান্য স্থানে দুর্ঘটনা ঘটেছে ৮টি।

সংস্থাটি আরও জানিয়েছে, গত মাসে সারা দেশ রেলপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১ জন ও আহত হয়েছেন ৩৩ জন। এই দুর্ঘটনায় রেলক্রসিংয়ে ঘটা দুর্ঘটনাগুলোও যুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ