প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকীতে তাঁর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে আজ সোমবার বেলা ১১টায় বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা ও অঙ্গ দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভুইয়া, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপিনেতা খয়ারুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শহিদুল ইসলাম বাবুল, আবদুল কাদির ভূইয়া জুয়েলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রথমে বিএনপির পক্ষ থেকে পর একে একে অঙ্গদল এবং বিভিন্ন সংগঠন জিয়াউর রহমানে মাজারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিএনপির প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানাতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা আসতে থাকেন। বেলা ১১টার আগেই মাজার-প্রাঙ্গণ নেতাকর্মীরা উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়।