মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশনে (এমআইএনইউএসএমএ) গুরুত্বপূর্ণ অবদান রাখায় জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন বাংলাদেশ আর্মড পুলিশ ইউনিটের ১৪০ সদস্য। মালির রাজধানী বামাকোতে এমআইএনইউএসএমএ মিশনের সদর দপ্তরে গত মঙ্গলবার এ পদক দেয়া হয়। শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমআইএনইউএসএমএ পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন। মিশন ম্যান্ডেট বাস্তবায়নে ব্যানএফপিইউ-১-এর সদস্যরা অত্যন্ত সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হয়েছে।
কমান্ডার (পুলিশ সুপার) বেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা চলমান মহামারিতেও সংঘাতপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান অক্ষুণ্ণ রেখেছেন।