চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের ২০০২ ব্যাচের পুনর্মিলনী আগামীকাল
আগামীকাল শুক্রবার চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের ২০০২ সালের কৈশোরের বন্ধুদের আয়োজনে এক পূনমির্লনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে ব্যাপক আয়োজন করেছে অনুষ্ঠান আয়োজক কমিটি। ইতিমধ্যে অনুষ্ঠান সফল করতে তারা দফায় দফায় বৈঠক করে কর্মসূচী নির্ধারণ করেছে।
জানা গেছে কৈশোরের বন্ধুদের আয়োজনে পুনর্মিলনী -২০২২ অনুষ্ঠানটিতে প্রায় দেড় শতাধিক প্রাক্তন ছাত্র রেজিষ্ট্রেশন করেছে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে কৈশোরের বন্ধুদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।পুরো স্কুল ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে।সর্বত্র চলছে উৎসবের আমেজ।
আগামীকালের অনুষ্ঠানে ব্যাপক সংখ্যাক প্রাক্তন ছাত্র, শিক্ষক ও রেকর্ড সংখ্যক মিডিয়া কর্মী ও সুধীজন উপস্থিত থাকার কথা জানিয়েছে আয়োজকরা। ইতিমধ্যে পূনমির্লনী উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশ করা হয়েছে।
সকাল ১০ টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে মধ্য রাত অব্দি। থাকছে পুরোনো দিনের স্মৃতিচারণ, থাকছে পুরাতন দিনের গাল -গল্প,থাকছে কবিতা,গান ও সাবেক ও বর্তমান শিক্ষক ছাত্রদের মিলনমেলা।
এছাড়া স্কুলের সম্মানিত প্রাক্তন ও বর্তমান শিক্ষকদেরও আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি। থাকছে পুরোনো বন্ধুদের সারাদিনের ভূরিভোজনের বিশেষ পর্ব।
এছাড়া নানান আয়োজনে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ হবে বলে জানিয়েছে আয়োজকরা।ইতিমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ করেছে কৈশোরের বন্ধুদের আয়োজিত উৎযাপন কমিটি।
আগামীকাল ২২ জুলাই শুক্রবার স্কুলটির অডিটোরিয়াম মিলনায়তনে বসবে প্রাক্তন ছাত্র শিক্ষকের মিলনমেলা।
অনুষ্ঠানে থাকছে পুরোনো বন্ধুদের জন্য গেঞ্জিসহ নানান উপহার। থাকছে আকর্ষণীয় নানান উপহার।
অনুষ্ঠানে আমন্ত্রিত সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে বিশেষ অনুরোধ জানিয়েছে আয়োজকরা।