শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে সবচেয়ে বড় বাধা মনে করে সরকার: মির্জা ফখরুল

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৯, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে খালেদা জিয়াকে সবচেয়ে বড় বাধা মনে করে সরকার, এজন্যই তাকে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে দিচ্ছে না।

সোমবার (২৯শে আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। পাশিপাশি হত্যা, গুম- খুনের মাধ্যমে সন্ত্রাসী কায়দায় বিরোধীদল নিধন করতে চাইছে। তবে, সরকার পতনে জনগণ আবার ঐক্যবদ্ধ হচ্ছে।

তিনি বলেন, জনগণের ঐক্য দেখে সরকার ভয় পেয়েছে। তাই বিএনপির সমাবেশে পুলিশ নির্বাচারে গুলি করছে।

এ সময় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।

জ্বালানি তেল, নিত্যপণ্যের দাম বাড়ানো এবং গুম, খুন, হত্যার প্রতিবাদে সারা দেশে চলমান বিএনপির কর্মসূচির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিবাদ-আন্দোলনে জনগণ অভূতপূর্ব সাড়া দিয়েছে। এখন পর্যন্ত যেসব জেলায় জনগণ সারা দিয়েছে, লাখ লাখ লোকের সমাবেশ হয়েছে।’

এ সময় মুন্সীগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, মেহেরপুর, গাজীপুর, নরসিংদী, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, টাঙ্গাইল, ঢাকা জেলার কেরানীগঞ্জসহ সারা দেশে হামলার ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘একটা মারাত্মক বিষয় হচ্ছে, তারা বাড়ি-ঘরে হামলা শুরু করেছে। একটা জিনিস তারা চিন্তা করে না—এটা সারা দেশে ভয়াবহ ত্রাসের সৃষ্টি করবে।’

ফখরুল বলেন, ‘কর্মসূচি পালন করতে গিয়ে এখন পর্যন্ত দলের ৬০ জন গ্রেপ্তার হয়েছেন, ৭৭৫ জনের বেশি নেতা আহত হয়েছেন এবং কয়েকশ মামলা দেওয়া হয়েছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আগামী ১০ তারিখ পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি চলবে। যেসব জেলায় হয়নি, সেসব জেলায় এ কর্মসূচি অব্যাহতভাবে চলবে। ৩০ আগস্ট ঢাকায় আন্তর্জাতিক গুম দিবসের কর্মসূচি আছে, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আছে, ২ তারিখ আলোচনা সভা আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ