ক্যান্সারের একটির ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে অভাবনীয় সাফল্য পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। রেকটাল ক্যান্সারে আক্রান্ত ১৮ জন রোগীর শরীরে ‘ডোস্টারলিম্যাভ’ নামের ওষুধটি প্রয়োগে তাদের শরীর থেকে ক্যান্সার নির্মূল হয়েছে। বিশ্বে এবারই প্রথম কোনো ওষুধে ক্যান্সারের রোগীদের পুরোপুরি সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। ডোসটারলিম্যাব এমন একটি ওষুধ, যেটিতে গবেষণাগারে তৈরি মলিকিউলস রয়েছে।
এই মলিকিউলস মানুষের শরীরে বিকল্প অ্যান্টিবডি হিসেবে কাজ করে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে গবেষকেরা জানান, পরীক্ষামূলকভাবে ১৮ জন ক্যান্সার রোগীর ওপর ওষুধটি প্রয়োগ করা হয়েছিল। সবাই কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ছয় মাস ধরে প্রতি তিন সপ্তাহ পরপর ওষুধটি প্রয়োগের পর তাদের শারীরিক পরীক্ষায় দেখা হয় সবাই ক্যান্সার মুক্ত হয়েছেন। কারও শরীরে টিউমারের অস্তিত্ব ছিল না ওষুধটি প্রয়োগের পর।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টার জানায়, ক্যান্সারের চিকিৎসা সংক্রান্ত গবেষণায় এর আগে এমন অর্জন আর দেখা যায়নি। পরীক্ষামূলকভাবে ওষুধ প্রয়োগে অংশ নেয়া সব রোগীর ক্যান্সার মুক্তির ঘটনা ইতিহাসে এটাই প্রথম। তবে গবেষকেরা বলছেন, শতভাগ সাফল্য পাওয়া গেলেও এই পরীক্ষা খুবই অল্পসংখ্যক মানুষের ওপর চালানো হয়েছে। তাই আরও বড় পরিসরে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে হবে।