ফুসফুসে নতুন করে ক্যানসারের সংক্রমণ দেখা দেওয়ায় মিলানের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ইতালির সাবেক এ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এসব তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্যের ক্রমবর্ধমান অবনতির কারণে ৮৬ বছর বয়সী ইতালির এই মিডিয়া মোঘলকে বুধবার মিলানের সান রাফায়েল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ইতালির চারবারের প্রধানমন্ত্রী বেরলুসকোনি এখনও তার দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি দেশটির পার্লামেন্টের একজন নির্বাচিত সিনেটর।
তার শারীরিক অবস্থার ব্যাপারে চিকিৎসকদের প্রথম বিবৃতিতে চিকিৎসক আলবার্তো জাংরিলো এবং ফ্যাবিও সিসেরি বলেছেন, বারলুসকোনি দীর্ঘদিন ধরে মাইলোমোনোসাইটিক লিউকেমিয়া রোগে আক্রান্ত। তার শরীরে প্রথম কবে ক্যানসার ধরা পড়েছিল সেই বিষয়ে নির্দিষ্ট করে কোনও তথ্য জানাননি চিকিৎসকরা।
চিকিৎসকরা আরও বলেছেন, ‘সিলভিও বারলুসকোনি বর্তমানে ফুসফুসের সংক্রমণের চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার এই সংক্রমণ ক্যানসারের সাথে সম্পর্কিত।’
সূত্র: রয়টার্স।