পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ক্যাটল স্পেশাল ট্রেনে পূর্বাঞ্চল জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে দুটি ট্রেন এবং পশ্চিমাঞ্চল চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেন ঢাকায় এসেছে ।
ক্যাটল স্পেশাল প্রথম ট্রেনে প্রতি ওয়াগণে ১৬টি হারে মোট ২৫টি ওয়াগনে ৪০০টি গরু নিয়ে গতকাল জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে দুপুর ২টায় ছেড়ে ইসলামপুর বাজার হয়ে আজ ভোরে ঢাকা পৌঁছে।
ক্যাটল স্পেশাল দ্বিতীয় ট্রেন দেওয়ানগঞ্জ বাজার থেকে ১৮টি ওয়াগনে ১৬টি হারে ২৮৮টি গরু, ইসলামপুর বাজার থেকে সাতটি ওয়াগনে ১১২টি গরুসহ মোট ২৫টি ওয়াগনে ৪০০টি গরু নিয়ে আজ সকালে ঢাকায় পৌঁছে ।
এ দুটি ট্রেনে মোট গরু আসে ৮০০ টি এবং ভাড়া আদায় হয় মোট ৩ লাখ ৯৮ হাজার ১১০ টাকা।
এছাড়াও পশ্চিমাঞ্চল চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও বড়াল ব্রিজ থেকে মোট ৩৬টি গরু ও ১৬০টি খাসি নিয়ে গতকাল বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রওনা হয়ে ঢাকা স্টেশনে পৌঁছে আজ সকাল ৭টায়। এ ট্রেন থেকে মোট ভাড়া আদায় হয় ৪২ হাজার ১২০ টাকা।