শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ৭, ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বিএসটিআইর অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ মাছের ওষুধ বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস।

অভিযান ও জরিমানার বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় আল বেইক বেকারিকে ৩০ হাজার টাকা ও আল মদিনা বেকারিকে ৩০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মাছের ওষুধ বিক্রি করায় খাজা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসলিমা ফেরদৌসী ও বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা মো. শাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ