কাতারের সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে স্যুটকেসভর্তি অর্থ গ্রহণ করেছিলেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। সানডে টাইমসের এক প্রতিবেদনে ফাস করা হয় এ তথ্য।
তাতে বলা হয় কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিমের কাছ থেকে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনটি নগদ অনুদান গ্রহণ করেন তিনি। যাতে প্রিন্স চার্লসের দাতব্য সংস্থার নামে ৩.২ মিলিয়ন ইউরো অনুদান দেন শেখ হামাদ।
তবে প্রতিবেদনটিতে এই অনুদান অবৈধ কিনা তা নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। ক্লারেন্স হাউজ থেকে বলা হয়, সব প্রক্রিয়া মেনেই এ তহবিল হস্তান্তর করা হয়েছে।
প্রিন্স চার্লসের দাতব্য সংস্থাগুলোতে অনুদানের বিষয়টি সম্প্রতি তদন্তের আওতায় এসেছে। অভিযোগ ওঠে সৌদি নাগরিককে অর্থ সাহায্যের বিনিময়ে নাগরিকত্ব দেয়ার প্রস্তাব করা হয় চার্লসের সংস্থা থেকে।
মেট্রোপলিটন পুলিশ এ বছরের শুরুতে জানায়, প্রিন্সের সংস্থার অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে দাতব্য সংস্থা পুরোপুরি সহযোগিতার কথা বলেছে। আরও বলেছেন, অনুদানের বিনিময়ে সম্মান বা নাগরিকত্বের প্রস্তাবের বিষয়ে প্রিন্স চার্লস ওয়াকিবহাল নন। এদিকে দাতব্য সংস্থার বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হওয়ার পর গত নভেম্বরে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মাইকেল ফসেট পদত্যাগ করেছেন।