মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ১১তম দিনে রাজধানীর সড়ক-মহা সড়কে বেড়েছে মানুষ ও যানবহন চলাচল। এদিনে ব্যাক্তিগত গাড়ির পাশাপাশি সড়ক জুড়ে রিকশার চলেছে রিকশা।
গতকাল রাজধানীর দৈনিক বাংলা, গুলিস্তান, পল্টন, শান্তিনগরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সবগুলো সড়কেই রিকশার বেশ চাপ রয়েছে। সাপ্তাহিক দু’দিন ছুটির পর অফিসগামী লোক ও ছিল বেশ। সরকারি-বেসরকারি চাকরিজীবিদের গন্তব্যে পৌঁছাতে নির্ভর করতে হয়েছে রিকশার ওপর। এ সুযোগে রিকশা চালকরা তিনগুণ ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেন অনেক যাত্রী। যাত্রাবাড়ি থেকে মগবাজার আসা রাশেদ নামে একজন যাত্রী বলেন, সাভাবিক সময়ে ভাড়া ছিল ৬০-৭০ টাকা। কিন্তু লকডাউনের কারণে সেই ভাড়া এখন ১৫০ টাকা দিতে হচ্ছে।
তবে রিকশাচালকরা বললেন, অতিরিক্ত ভাড়া নয়, ন্যায্য ভাড়াই দাবি করেছি। লকডাউনের কারণে সব জিনিসের দাম ঊর্ধ্বগতি হওয়ায় বাধ্য হয়েই নির্দিষ্ট টাকার চেয়ে বেশি নিতে হচ্ছে।
অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্টে কড়াকড়ি দেখা যায়। যেসব গাড়ি ও মোটরসাইকেল সড়কে চলাচল করছিল সেগুলোকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।