যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সন্ত্রাস থামছেই না। বৃহস্পতিবারও দেশটিতে এক ব্যক্তির এলোপাতাড়ি গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনা ঘটেছে দেশটির কেনটাকিতে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, ওই ব্যক্তিকে একটি ওয়ারেন্ট দিতে গিয়েছিলেন পুলিশ সদস্যরা। এসময় রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন ওই ব্যক্তি। এতে তিন পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও পাঁচ জন।
অ্যাপালাচিয়ার পাহাড়ের ছোট শহর অ্যালেনের একটি বাড়িতে এ ঘটনার কয়েক ঘণ্টা পর ৪৯ বছর বয়সী ল্যান্স স্টর্জকে হেফাজতে নেয় পুলিশ।
স্টর্জকে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, এসময় জরুরি ব্যবস্থাপনার একজন কর্মকর্তা আহত হয়েছেন। আর পুলিশের একটি কুকুরও নিহত হয়েছে।
ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট শুক্রবার বিকেলে সাংবাদিকদের বলেন, রেসপন্ডিং কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন তারা ‘পুরোপুরি নরকের’ মুখোমুখি হন। তিনি বলেন, ওই পুলিশ কর্মকর্তাদের বাঁচার কোনো সুযোগই ছিল না।
হান্ট বলেন, প্রথমে চার জন ডেপুটি সাড়া দিয়েছিলেন। স্টর্জ গুলি ছুড়তে শুরু করলে ব্যাকআপ চান তারা।
তিনি বলেন, পরে স্টর্জের পরিবারের সদস্যদের মধ্যস্থতায় আত্মসমর্পণ করেন তিনি। পারিবারিক সহিংসতার ঘটনায় আদালতের একটি ওয়ারেন্ট দিতে গিয়ে এই হামলার শিকার হন ওই পুলিশ সদস্যরা।