আগামী জুলাইয়ে সরবরাহের জন্য আরাবিকা কফির দাম ৩ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। পাশাপাশি রোবাস্তা কফির মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ। এক সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ।
ব্যবসাভিত্তিক সংবাদমাধ্যম বারচার্ট ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিশ্বের শীর্ষ কফি রপ্তানিকারক দেশ ব্রাজিল। আগামী কয়েক সপ্তাহে দেশটিতে আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। পরিপ্রেক্ষিতে কফির দামে উল্লম্ফন দেখা গেছে।
তীব্র খরা ও তুষারপাতে সাম্প্রতিক সময়ে ব্রাজিলের কফি উৎপাদন হ্রাস পেয়েছে। শিগগির এ সংকট কাটবে না বলে ধারণা করা হচ্ছে।
কফির অন্যতম শীর্ষ রপ্তানিকারক দেশ কলম্বিয়া। গত এপ্রিলে দেশটির পানীয় পণ্যটির রপ্তানির পরিমাণ কমেছে। বৈরি আবহাওয়ায় সেখানে উৎপাদনও ব্যাহত হয়েছে। কফির দাম বৃদ্ধিতে এরও প্রভাব আছে।
এছাড়া করোনাভাইরাস মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক সরবরাহ সংকট দেখা দিয়েছে। এতে কফির দাম বাড়ছে।
আন্তর্জাতিক কফি সংস্থা (আইসিও) জানায়, চলতি বিপণন বছরের ২১ অক্টোবর থেকে ২২ মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী কফি রপ্তানি শূন্য দশমিক ১ শতাংশ কমেছে। এ ধারা অব্যাহত থাকতে পারে আশঙ্কা করা হচ্ছে।