আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে, আমেরিকা, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ।
আজ রোববার (৩ জুলাই) অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী ৩৮টি দেশের জোট- অর্গানাইজেশন অফ ইকোনোমিক কো-অপারেশেন এন্ড ডেভলপমেন্ট-ওইসিডির রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন।
বৈঠক শেষে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চার্ড বলেন, নির্বাচনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। জবাবে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল জানান, এই বৈঠক একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। নির্বাচনে এই জোটের সহযোগিতা প্রয়োজন কি না তা পরে আলোচনা করে জানানো হবে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্বের বিষয়ে কোনো কথা বলেছেন কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ওনারা তেমন কিছু বলেননি। তারাও খুব ভালো করেই জানেন এখনও কিছু কিছু দল ঘোষণা দিয়ে যাচ্ছে তারা নির্বাচনে অংশ নেবে না। ওনারাও বিশ্বাস করেন, আমরাও চেষ্টা করে যাব, যেন ঐক্যমত প্রতিষ্ঠিত হয়।