ইউক্রেনের বন্দরনগরী মাইকোলেইভে নিজেদের খাদ্যশস্য রপ্তানি টার্মিনালের কার্যক্রম পুনরায় শুরু করেছে দ. কোরিয়া। গত ২ জুন দেশটির পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন এ কাজ শুরু করেছে। কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
পোসকো জানিয়েছে, ইউক্রেনের ইজোভ, ভাদুল-সিরেত ও উঝগোরোদ সড়কপথে ২ হাজার টন গম চালান করেছে তারা। রাশিয়ার আগ্রাসনে দেশটির সমুদ্রপথ কৃষ্ণ সাগর বন্দর অবরুদ্ধ হয়ে পড়ায় এ পথে হেঁটেছে কোরিয়ান কোম্পানিটি।
পোসকো জানায়, ইউক্রেনে তাদের টার্মিনালে ১ লাখ ১৫ হাজার টন খাদ্যশস্য রয়েছে।এর মধ্যে আছে গম, ভুট্টা, যবও।
কোম্পানিটি জানিয়েছে, ক্রেতাদের অনুরোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ, ইউক্রেন খাদ্যশস্যের সরবরাহ শৃঙ্খল (চেইন) ভেঙে পড়ায় উদ্বিগ্ন তারা।
২০১৯ সালে এ টার্মিনাল তৈরি করে পোসকো। সেই থেকে এখন পর্যন্ত এখান দিয়ে ২ দশমিক ৫ মিলিয়ন টন খাদ্যপণ্য রপ্তানি করেছে তারা। ইউক্রেনে অবস্থিত এ টার্মিনাল দিয়েই সেসব খাদ্যশস্য ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর সেখানকার কার্যক্রম স্থগিত হয়ে যায়।
২০৩০ সালের মধ্যে ২৫ মিলিয়ন টন খাদ্যপণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পোসকো। এসময়ে ১০ ট্রিলিয়ন ওন আয়ের আশা করছে তারা। সেই লক্ষ্যে খাদ্য ব্যবসা বাড়িয়ে যাচ্ছে কোম্পানিটি।