মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

আমন্ত্রণ পেয়েও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাননি ড. ইউনূস

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৫, ২০২২
আমন্ত্রণ পেয়েও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাননি ড. ইউনূস

দীর্ঘ অপেক্ষার পর স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ জুন) জমকালো আয়োজনে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এর উদ্বোধন করেন তিনি। শনিবার (২৫ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জমকালো আয়োজনে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে শুরু হয় বহুল প্রতিক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে দেশি বিদেশি কয়েক হাজার অতিথি উপস্থিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও শেষ পর্যন্ত যাননি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূস। সেতু বিভাগের পক্ষ থেকে গত বুধবার ইউনূসের কাছে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক দেশে আছেন এবং আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ।

তবে শনিবার সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ড. মুহম্মদ ইউনূসকে দেখা যায়নি।

পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়ার ঘটনায় ড. ইউনূসসহ বেশ কয়েকজন ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে বিভিন্ন সময়ে দাবি করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক দিন বিভিন্ন বক্তব্যেও ইউনূসের ভূমিকার তীব্র সমালোচনা করেন। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশেও প্রসঙ্গটি তোলেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ