আফগানিস্তান ইস্যুতে সার্কভুক্ত দেশগুলোর পদক্ষেপ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের সক্ষমতা নেই বলেই, আফগানদের সাময়িক আশ্রয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ করেছে সরকার।
মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার পরই ক্ষমতায় আসে তালেবান। ফলে ঝুঁকিতে পড়ে সেই সময়ে মার্কিন সমর্থক ও সহযোগিদের। আর তাই মিত্রদের বাঁচাতে, সাময়িক জায়গা দিতে প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রকে প্রস্তাব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমে ওয়াশিংটনে বাংলাদেশ মিশন, তারপর মার্কিন রাষ্ট্রদূত প্রস্তাব দেন ঢাকায়। সব প্রস্তাব নাকচ করে দেয় সরকার।
মার্কিন প্রস্তাবকে সরকার ইতিবাচক নিয়েছে জানিয়ে মন্ত্রী জানান, আফগান যেহেতু সার্কভুক্ত দেশ তাই বাকিদের পদক্ষেপ বাংলাদেশ পর্যবেক্ষণ করছে।
পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, দীর্ঘদিন পর হলেও সুদিন আসবে, আফগানিস্তানে নতুন সরকারের হাত ধরে।
এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, দূরত্বের কারণে আফগান ইস্যুতে বাংলাদেশ অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই।
তিনি আরও জানান, নতুন করে কোনো শরণার্থী নেবে না বাংলাদেশ।
দেশটিতে সুদিন ফিরবে বলেও আশা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।