তালেবানের আহ্বানে যারা দিয়ে আফগানিস্তানে জিহাদ করতে যাওয়া বাংলাদেশিরা দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সোমবার (১৬ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, যদি কারো সন্তান কিংবা ছাত্র হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায় তাহলে তার বিষয়ে দ্রুত পুলিশকে জানানো উচিত।
তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে আফগানিস্তান থেকে আমাদের জানানো হয়নি কতজন বাংলাদেশি তাদের দেশ থেকে পালিয়ে গেছে কিংবা আটক হয়েছে। এসব নিয়ে দেশে যারা কাজ করে তারা সতর্ক রয়েছে। আফগানিস্তান ফেরতরা যদি বাংলাদেশ ঢোকার চেষ্টা করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।