বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ নির্বাচন কমিশন (ইসি) সরকারের হয়ে কাজ করছে। তাই সব আসনে ভোট হতে হবে ব্যালটে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নয়।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে নয়া পল্টনে যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজকে প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশন সরকারের অংশ। সরকারের সঙ্গে ইসি ইভিএম নিয়ে রফা করেছে। অবৈধ নির্বাচন কমিশন সরকারের হয়ে কাজ করছে।
তিনি বলেন, ইভিএম নয়, ভোট হতে হবে ব্যালটে। তবে তার আগে সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।