শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

আগামীকাল  বুধবার থেকে বিদেশগামীদের টিকা প্রয়োগ শুরু

ইমরান হোসেন
আপডেট : জুলাই ৬, ২০২১

 

বিদেশগামী কর্মীদের টিকা প্রয়োগ বুধবার (৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এই কার্যক্রমে ঢাকার সাতটি কেন্দ্রে সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসীদের ফাইজারের টিকা প্রয়োগ শুরু হবে।

মঙ্গলবার (৬ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সৌদি ও কুয়েতগামীদের আগামীকাল থেকে টিকা প্রয়োগ শুরু হবে। ঢাকার সাতটি কেন্দ্রে প্রতিদিন ১ হাজার ৪০০ জন বিদেশগামীকে টিকা দেওয়া হবে।

অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা সংক্রান্ত ফোকাল পারসন ড. মোহাম্মদ দাউদ ঢাকা পোস্টকে বলেন, ‘কাল থেকে প্রবাসীদের টিকা দেওয়া শুরু হবে। আমরা রেজিস্ট্রেশন করা ৩০০ জনের মতো প্রবাসীকে দৈনিক টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোনো প্রবাসী রেজিস্ট্রেশন ছাড়া আসলে তাদের টিকা দেওয়া সম্ভব হবে না। যারা আগে টিকা পাবেন তাদের মোবাইলে এসএমএস চলে যাবে।’

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজে গত চার দিনে ২০ হাজার বিদেশগামী নিবন্ধন করেছেন। নিবন্ধন শেষ করার প্রক্রিয়ায় আছেন আরও ১৫ হাজার। এদের মধ্যে যেসব বিদেশগামী সোমবার (৫ জুলাই) চালু হওয়া সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন, সংখ্যার ওপর ভিত্তি করে তাদের এসএমএস পাঠানো হবে। প্রতিটি কেন্দ্রের সক্ষমতার ওপর এটি নির্ভর করবে। তবে টিকা গ্রহণের তারিখের অন্তত এক দিন আগে এসএমএস পাঠানো হবে।

এদিকে সোমবার (৫ জুলাই) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিদেশগামীদের টিকা নিবন্ধনের সুরক্ষা অ্যাপের উদ্বোধন ঘোষণা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমরা যে বিশেষ রেজিস্ট্রেশন চালু করেছি, এতে প্রবাসীদের টিকা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা আগামী এক সপ্তাহের মধ্যে আর থাকবে না।

একই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বিএমইটির ডাটাবেজে এখন পর্যন্ত ২০ হাজারের ওপর প্রবাসী রেজিস্ট্রেশন করেছেন। আপাতত ৭টি কেন্দ্রে ১৪০০ সৌদি-কুয়েত প্রবাসীকে প্রতিদিন টিকা দেওয়া হবে। পরে আমরা এই সংখ্যা আরও বাড়াবো। পরে অন্যান্য দেশের বিদেশগামীদের টিকা দেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ