শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি ৭২ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : নভেম্বর ১৯, ২০২১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৭২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  এ বছর জুলাইয়ের পর থেকে চোখ রাঙাতে থাকা ডেঙ্গু রোগী নভেম্বরে এসে কমতে শুরু করেছে। এ মাসে সেই সংখ্যা ১০০ থেকে ১৮০ এর মধ্যে ওঠানামা করছিল। শুক্রবার সেই সংখ্যা ৭২ জনে নেমে এসেছে।

এর আগে অগাস্ট ও সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল সবেচেয়ে বেশি। এরপর অক্টোবরের মাঝামাঝি থেকে তা কিছুটা কমতে থাকে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে নতুন আক্রান্ত হওয়া ৭২ জনের ৭০ জনই ঢাকার বাসিন্দা।

অপরদিকে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত কারও মৃত্যুর খবর আসেনি।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫১৭ জন ডেঙ্গু রোগী, যাদের ৪২৩ জনই ঢাকা মহানগরীর। অন্যান্য বিভাগে ৯৪ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ২৬ হাজার ২০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ২৫ হাজার ৫৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। প্রাণ হারিয়েছেন ৯৮ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ