শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের প্রত্যাহার হচ্ছে ৫৮১৮ মামলা নদী দূষণমুক্ত করা গেলে পরিবেশ উন্নত হবে ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক অফিস আদালত খুলেছে, যানচলাচল স্বাভাবিক ছাগলকাণ্ডে মতিউর ও তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত বরুড়ায় মামার বিরুদ্ধে ভাগিনার প্রতারণার গুরুতর অভিযোগ! মোশারফ প্যারিস অলিম্পিকে ডাক পেলেন অলিম্পিক রিংয়ে সাজবে আইফেল টাওয়ার প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা! বরিশাল প্লে-অফে শক্তিশালী হচ্ছেন রওশন, দুর্বল জিএম কাদের! খাদ্যপণ্যের দাম বেড়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ৪৮ নারী প্রার্থী সিরিজ নির্বাচন করতে চায় ইসি

হাই-ভোল্টেজ ম্যাচ: ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল-মাত্র কয়েক ঘণ্টা বাকী

স্পোর্টস ডেস্ক
আপডেট : জুলাই ১০, ২০২১

# কোপা আমেরিকায় সর্বোচ্চ ৩৩ বার মুখোমুখি হয়েছে দুদেশ, আর্জেন্টিনার ১৫ জয়ের পিঠে ব্রাজিলের জয় ১০টি, ৮ ম্যাচে হয়েছে ড্র # ১৬ বছর ধরে ব্রাজিলের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে জয়হীন আর্জেন্টিনা # দুদল এপর্যন্ত মুখোমুখি হয়েছে ১০৭ বার#  ব্রাজিলের ৪২ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ৪০টি, ২৫ ম্যাচে শেষ হয়েছে ড্রয়ে#  ব্রাজিলের জালে এপর্যন্ত ১৬১ বার জাল জড়িয়েছে আর্জেন্টিনা, সেলেসাওরা পাল্টা জড়িয়েছে ১৭৭ গোল

 

আর মাত্র কয়েক ঘণ্টা পর মাঠে গড়াবে কোটি কোটি দর্শকের উদ্বেলিত হয়ে থাকা স্বপ্নের সেই ম্যাচ। আর্জেন্টি বনাম ব্রাজিলের কোপা আমেরিকার ফাইনাল খেলা। যাবে বলে হাই-ভোল্টেজ ম্যাচ।

রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে শিরোপার মঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৯ বারের কোপা চ্যাম্পিয়ন সেলেসাওদের মুখোমুখি হবে ১৪ বারের শিরোপাধারী আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার ২৮ বছরের ট্রফির অপেক্ষা ঘোচানো, ১৬ বছর ধরে প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয়খরা কাটানো, ক্যারিয়ারের অন্তিমলগ্নে থাকা লিওনেল মেসির হাতে দেশের জার্সিতে প্রথম কোনো মেজর শিরোপা ওঠা, নেইমারের প্রথম কোপা আমেরিকা জয়, প্রত্যাশা-উপলক্ষের শেষ নেই।

বার্সেলোনার হয়ে সব জিতেছেন, কিন্তু আর্জেন্টিনাকে কোনো ট্রফি এনে দিতে পারেননি। ২০১৪ সালে এই মারাকানাতেই বিশ্বকাপের ফাইনালে ১-০তে জার্মানির বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে মেসির।

কোপার ফাইনালে গত চার আসরে তৃতীয়বার উঠল আর্জেন্টিনা। গত আসরে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে। তার আগের দুই আসরে চিলির বিপক্ষে শিরোপা হাতছাড়া করেছেন মেসিরা। এবার আরও কঠিন পরীক্ষা। অন্যদিকে ব্রাজিলের টানা দ্বিতীয় শিরোপার সুযোগ।

সব প্রতিযোগিতা মিলিয়ে আগে চারবার ফাইনালে মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। একবার জিতেছে আর্জেন্টিনা, তিনবারই জয় তুলেছে সেলেসাওরা। যার মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী দুদেশ তিনবার মুখোমুখি হয়েছে কোপা আমেরিকার ফাইনালে।

কোপা আমেরিকার ১৯৩৭ আসরের ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে আকাশী জার্সিধারীরা। হলুদ সাম্বারা ২০০৪ সালে এবং ২০০৭ সালে মেসির বিপক্ষেই ৩-০ গোলের জয়ে শিরোপা নিয়ে মাঠ ছেড়েছে। সঙ্গে ২০০৫ সালে ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারায় ব্রাজিল।

এ তো গেল কোপা ও অন্যান্য ফাইনালে মুখোমুখির হিসাব। এমনিতেই ১৬ বছর ধরে ব্রাজিলের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে জয়হীন আর্জেন্টিনা। এমনকি ২০০৫ সালের কনফেডারেশন্স কাপের ফাইনালের পর আর কোনো ফাইনালে প্রতিপক্ষের জালের দেখা পায়নি আর্জেন্টিনা।

প্রতিযোগিতামূলক ম্যাচে ২০০৫ সালের জুনের পর ব্রাজিলের বিপক্ষে জয় নেই আর্জেন্টিনার। বিশ্বকাপ কোয়ালিফায়ারের সেই ম্যাচে বুয়েন্স আয়ার্সে হুয়ান রিকেলমের নৈপুণ্যে ৩-১ গোলে জিতেছিল আলবিসেলেস্তেরা। তারপর কেটে গেছে ১৬ বছর। সেসময় কেবল প্রীতি ম্যাচেই কিছু জয় মিলেছে।

দুদল এপর্যন্ত মুখোমুখি হয়েছে ১০৭ বার। জয়ের পাল্লাটা ব্রাজিলের দিকেই ভারি, তাদের ৪২ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ৪০টি, ২৫ ম্যাচে শেষ হয়েছে ড্রয়ে। ব্রাজিলের জালে এপর্যন্ত ১৬১ বার জাল জড়িয়েছে আর্জেন্টিনা, সেলেসাওরা পাল্টা জড়িয়েছে ১৭৭ গোল।

বিশ্বকাপে ৪ বার মুখোমুখি হয়েছে দুদেশ, আর্জেন্টিনা জিতেছে ১ বার, ব্রাজিল ২ বার ও একটি ম্যাচ ড্র হয়েছে। কনফেডারেশন্স কাপে একবার মুখোমুখি হয়ে একবারই জিতেছে ব্রাজিল।

কোপা আমেরিকায় সর্বোচ্চ ৩৩ বার মুখোমুখি হয়েছে দুদেশ, আর্জেন্টিনার ১৫ জয়ের পিঠে ব্রাজিলের জয় ১০টি, ৮ ম্যাচে হয়েছে ড্র। বিশ্বকাপ কোয়ালিফায়ারে ৮ বার মুখোমুখি হয়ে আর্জেন্টিনার জয় ২টি, ব্রাজিলের জয় ৪টি, ২ ম্যাচে হয়েছে ড্র।

এর বাইরে রোকা কাপে ২১ বার লড়ে আর্জেন্টিনার ৯ জয়ের পিঠে ব্রাজিলেরও সমান জয়, ৩ ম্যাচ হয়েছে ড্রয়ে সমাপ্তি। রোকায় ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল, ৪ বার আর্জেন্টিনা। বাকি ম্যাচগুলো প্রীতি ম্যাচ ও অন্যান্য টুর্নামেন্টে লড়েছে দুদল।

ব্রাজিল-আর্জেন্টিনার ট্রফির সংখ্যাটাও কাছাকাছি। ব্রাজিল জিতেছে ২০ আন্তর্জাতিক ট্রফি, আর্জেন্টিনার ১৯টি। ব্রাজিল ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, কনফেডারেশন্স কাপ জিতেছে ৪ বার, কোপা আমেরিকা ৯ বার, প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেছে ২ বার।

আর্জেন্টিনা সেখানে ২ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, কনফেডারেশন্স কাপ জিতেছে ১ বার, কোপা আমেরিকা ১৪ বার, প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেছে ১ বার ও আর্তেমিও ফ্রাঞ্চি ট্রফি জিতেছে ১বার।

চলতি আসরে সর্বোচ্চ ৪ গোল মেসির। নেইমার ও লুকাস পাকুয়েতার পাশে দুটি করে গোল। সঙ্গে সতীর্থদের দিয়ে ৫ গোল করিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালে আলাদা করে চোখ থাকবে দুই বন্ধু মেসি-নেইমারের দিকে। দুজনে আগে বড় ম্যাচে মুখোমুখি হয়েছেন কেবল ক্লাব প্রতিপক্ষ হয়ে। চ্যাম্পিয়ন্স লিগে মেসির বার্সেলোনার বিপক্ষে খেলেছেন পিএসজির নেইমার। আর ১০ বছর আগে খেলেছেন ক্লাব বিশ্বকাপে প্রতিপক্ষ হয়ে, তখন ব্রাজিলের ক্লাব সান্তোসের ছিলেন নেইমার। পেপ গার্দিওলার সেই সর্বজয়ী বার্সা ৪-০ গোলে হারিয়েছিল নেইমারের কোপা লিবার্তাদোরেস জয়ী সান্তোসকে।

আন্তর্জাতিক ম্যাচে বেশকবার মুখোমুখি হয়েছেন মেসি ও নেইমার। ২০১০ সালে প্রথমবার মুখোমুখি হয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে জিতিয়েছিলেন মেসি, সেটা ছিল নেইমারের ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

২০১২ সালে আরেক প্রীতি ম্যাচে নেইমারের ব্রাজিলের বিপক্ষে মেসির আর্জেন্টিনা জিতেছিল ৪-৩ গোলের রোমাঞ্চে, হ্যাটট্রিক করেছিলেন মেসি। বন্ধু মেসির বিপক্ষে ব্রাজিলের হয়ে নেইমারের প্রথম জয় ২০১৪ সালে, সেটিও প্রীতি ম্যাচ ছিল, দুঙ্গার ব্রাজিলের বিপক্ষে হারে আর্জেন্টিনা।

দুই বন্ধুর শেষ দেখা হয়েছে ২০১৬ সালে, বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে। আর্জেন্টিনার বিপক্ষে প্রথম গোলের দেখা পান নেইমার, ৩-০ গোলে জেতে ব্রাজিল।

খেলোয়াড়দের পাশাপাশি দুই কোচ টিটে ও লিওনেল স্কালোনির দিকেও নজর থাকবে সমানভাবে। ৬০ বছর বয়সী ব্রাজিল কোচ একটি কোপা আমেরিকার শিরোপা জিতে বেশ এগিয়ে আছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ