পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৬ হাজার যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সোমবার রাত ২টা পর্যন্ত নিরাপদে সৌদি আরবে পা রেখেছেন ২৫ হাজার ৯৮১ জন হজ প্রত্যাশী। ৭১টি ফ্লাইটে এই যাত্রীরা পবিত্র ভূমিতে অবতরণ করেছেন।
এসব হজ প্রত্যাশীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৩৮৫ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন২২ হাজার ৫৯৬ জন হজযাত্রী।
হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। ও বুলেটিন থেকে জানা গেছে, এখন পর্যন্ত ৭১টি হজ ফ্লাইট সৌদি গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৩৯টি, সৌদি এয়ারলাইনসের ২৭টি ও ফ্লাইনাসের ৫টি।
উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পেয়েছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। আগামী ৪ আগস্ট ফিরতি ফ্লাইট শেষ হবে।