রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৩তম বিসিএস: মৌখিক পরীক্ষা ৩ সেপ্টেম্বর থেকে সোলসের নতুন গান ‘যদি দেখো’ রংপুরে ১৪ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি ‘খালেদা জিয়ার ধারণা ছিল আমি মারা যাব’ সর্বজনীন পেনশন ঘোষণা করল বৈশাখী টিভি কাদিসের প্রবল প্রতিরোধ ভেঙে বার্সার জয় ভোটের আগেই প্রবাসীদের এনআইডি দেওয়ার সিদ্ধান্ত নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছেন না চমক ঋণের ৫ কোটি ডলার ফেরত দিল শ্রীলংকা নবীনগর গ্র্যাজুয়েট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের  প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কমেছে সোনার দাম নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশনের ‘বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৩’ অনুষ্ঠিত প্যান্ডেলে বসে নেতা-কর্মীদের সঙ্গে খাবার খেলেন প্রধানমন্ত্রী হজ করতে গিয়ে ৫ ঘন্টা নিখোঁজ ধর্ম প্রতিমন্ত্রী!

সারাদেশে জমে উঠছে কোরবানির পশুর হাট

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৩, ২০২৩
সারাদেশে জমে উঠছে কোরবানির পশুর হাট

জেলা সংবাদদাতা: কোরবানির ঈদ সামনে রেখে খামারে পশু মোটাতাজাকরণ শেষে এখন হাটে তোলা হচ্ছে। ক্রেতা-বিক্রেতারাও হাটে যাচ্ছেন পছন্দমত পশু কিনতে। ছোট-বড় বিভিন্ন আকৃতির পশু থাকলেও ক্রেতাদের আগ্রহ বেশি মাঝারি আকৃতির প্রতি। বেচাকেনা এখনও জমে না উঠলেও ব্যবসায়ীরা আশাবাদি শিগগিরি তা হবে। এদিকে, হাটগুলোয় ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ঈদুল আযহাকে সামনে রেখে বিভিন্ন জেলায় জমে উঠতে শুরু করেছে কোরবানিরর পশুর হাট। গরুর পাশাপাশি রয়েছে মহিষ, ছাগলসহ পর্যাপ্ত সংখ্যক পশু।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় অর্ধশতাধিক স্থানে পশুর হাট বসেছে। এর মধ্যে সদরে রয়েছে ৫টি। হাটগুলোতে ভিড় থাকলেও বিক্রি তেমন নয়। শিগগিরি বিক্রি বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা।

জেলার হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন।

নেত্রকোনায় নৈহাটীতে বসেছে কোরবানির পশুর সবচেয়ে বড় হাট। এখান থেকে পশু নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানেও।

এই হাটে কয়েক কোটি টাকার পশু বিক্রি হবে বলে জানালেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ওয়াহেদুল আলম।

কক্সবাজার জেলায় পশুর বড় খামার রয়েছে ৫ হাজার ২৩০ টি এবং মাঝারী ও ছোট খামার রয়েছে ২১ হাজার। এবারে ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা।

ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

রোগাক্রান্ত ও ক্ষতিকারক গরু যাতে বাজারে বিক্রি করতে না পারে, সে জন্য ২৭টি মেডিকেল টিম কাজ করবে বলে জানালেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাহাব উদ্দিন।

কুষ্টিয়ার খামারিরা জানালেন, প্রাকৃতিক উপাদানে স্বাস্থ্যসম্মতভাবে গরু ছাগল লালনপালন করেছেন তারা। আশায় আছেন, ভালো দাম পাবেন।

কোরবানির ঈদ উপলক্ষে জেলায় ১ লাখ ৭৮ হাজার গরু-ছাগল লালনপালন করেছেন খামারিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ