বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন

শিমুলিয়া-বাংলাবাজার রুট: সন্ধ্যা সাড়ে ৬টার পর নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : আগস্ট ১৬, ২০২১

শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ভোর সাড়ে ছয়টা পর্যন্ত সব ধরণের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ সোমবার বিআইডব্লিউটিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে পানির চাপ বৃদ্ধির কারণে তীব্র স্রোত থাকছে।

এ অবস্থায়, নৌ দুর্ঘটনা এড়াতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে চলাচলকারী সব যাত্রীবাহী নৌযান ভোর সাড়ে ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলাচল করতে পারবে।

কোনো যাত্রীবাহী নৌযান সন্ধ্যা সাড়ে ছয়টার পর ঘাট ত্যাগ করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ