শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

লোকসানে পেঁয়াজ চাষিরা

মেহেরপুর সংবাদদাতা
আপডেট : মে ২৪, ২০২২

ভরা মৌসুমেও লোকসানের মুখে মেহেরপুরের পেঁয়াজ চাষিরা। কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ থেকেও পাঁচ থেকে সাত টাকা কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে তাদের। অথচ বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে অনেক বেশি দামে। বাজার মূল্যের এমন তারতম্যের জন্য অসময়ে পেঁয়াজ আমদানি ও সংরক্ষণাগারের অভাবকেই দায়ী করছেন তারা।

মেহেরপুরে চলতি মৌসুমে পেঁয়াজের ভালো ফলন হয়েছে। এরই মধ্যে বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছেন কৃষকরা। কিন্তু বাজারে দাম ভালো পাচ্ছেন না।

কৃষকরা জানালেন, প্রতি বছর পেঁয়াজের উৎপাদন খরচ বাড়ছে। এক কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ হয় ১৪ থেকে ১৭ টাকা। কৃষকদের পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে কেজিতে ১০ টাকার নিচে। অথচ ব্যবসায়ীরা সেই পেঁয়াজ বিক্রি করছে তিন থেকে পাঁচ গুণ বেশি দামে।

কৃষি বিপণন কেন্দ্রের এই কর্মকর্তা জানালেন, পেঁয়াজ চাষ করে উৎপাদন খরচ না ওঠায় এ অঞ্চলের চাষীরা পেঁয়াজ চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছে।

সংরক্ষনাগারের অভাবে পেঁয়াজ সংরক্ষণ করতে পারছেন না কৃষকরা। এজন্যে বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের। সংরক্ষণাগার নির্মাণসহ তাদের প্রণোদনা দেয়ার পরিকল্পন করা হচ্ছে বলে জানান কৃষি কর্র্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ