শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

লঞ্চ চলবে কত দিন : সিদ্ধান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : আগস্ট ১, ২০২১

করোনা বাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের মধ্যেই রপ্তানিমুখী শিল্প-কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের অনুমতি দেয় কর্তৃপক্ষ। তবে কতদিন পর্যন্ত চলবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

এর আগে শনিবার (৩১ জুলাই) রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দেয় সরকার।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সরকার দেশের লঞ্চ চলাচল চালু করেছিল সেই উদ্দেশ্য রোববার দুপুর ১২টা পর্যন্ত পূরণ হয়নি। সেজন্য লঞ্চ চলাচল অব্যাহত থাকবে। তবে কতদিন পর্যন্ত লঞ্চ চলাচল করবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ