রুট পারমিট ছাড়া ঢাকায় কোনো বাস চলতে দেওয়া হবে না। আজ বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৭তম সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীর উপর দিয়ে চলে এমন ১৬৪৬টি গাড়ির কোন রুট পারমিট নাই। তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। ডিএমপি, বিআরটিএ সহায়তায় ১ জুলাই থেকে ৩১ আগন্ট পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযান চলবে। এটি যানজটে অন্যতম কারণ।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, সেপ্টেম্বর ৭ তারিখ থেকে বাস রুট রেশনালাইজেশন এর আওতায় ঘাটারচড় থেকে কাচপুর পর্যন্ত পাইলটিং এর উদ্বোধন করা হবে। ঘাটারচরে বাস ডিপো হবে। বাস বে এর দরপত্র আহবান করা হয়েছে। বাস মালিকদের সাথে চুক্তি চূড়ান্ত করা হচ্ছে। ২৯ জুলাই চুক্তি সম্পন্ন হবে। ঢাকার বাইড়ে চারটির জায়গায় আন্ত জেলা বাস টার্মিনাল তৈরীর নকশা প্রণোয়ন হচ্ছে। ১৫৫ টি বাস চলবে।