রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম আল সামি ও তার বন্ধু আলাভী বিন আব্দুল্লাহ সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৩১শে জুলাই তারা বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি তারা।
আজ রবিবার (৭ই আগস্ট) বিকেলে আদহামের বাবা সেকেন্দার আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আদহাম আলী সামি এবং আলাভী বিন আব্দুল্লাহ দু’জনই বন্ধু। তাদের দু’জনেরই বয়স ১৬ বছর। গত ৩১শে জুলাই বিকেলে তারা একসঙ্গে বাসা থেকে বের হয়। বাসা থেকে যাওয়ার সময় দু’জনের পিঠে স্কুল ব্যাগ ও দু’টি কাপড়ের ব্যাগ ছিল। সাতদিন পার হলেও সন্তানদের না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটছে অভিভাবকদের।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় পহেলা আগস্ট দু’টি সাধারণ ডায়েরি করা হয়েছে। একই বিষয়ে রংপুর র্যাব-১৩ এর দপ্তরেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।