যুক্তরাষ্ট্রে পৃথক স্থানে বন্দুকধারীর হামলায় নারীসহ ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার মিশিগানের ডেট্রয়েট ও টেক্সাসের হিউস্টন শহরে এ হতাহতের ঘটনা ঘটে।
এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে সন্দেহভাজন এক ব্যক্তি পৃথকভাবে চারজনকে গুলি করে। এতে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। সন্দেহভাজন ওই অপরাধীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
গুলিতে নিহত তিনজনের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। তাদেরকে রোববার ভোরে শহরের আলাদা স্থানে পাওয়া যায়।
এদিকে, টেক্সাসের হিউস্টনে এক ব্যক্তি একটি ভবনে আগুন দেওয়ার পরে সেখান পালিয়ে যাওয়া লোকদের ওপর গুলির ঘটনায় কমপক্ষে তিনজন নিহত এবং দুইজন আহত হন। স্থানীয় সময় রোববার সকালে এই ঘটনা ঘটে।
সিএনএন জানিয়েছে, পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন ওই হামলাকারী হিউস্টনের এক পুলিশ কর্মকর্তার হাতে নিহত হন।