দুই হাজার ৭৩ ফুট দীর্ঘ বাচ লং নামের সেতুটির নিচে তিন স্তর বিশিষ্ট ৪০ মিলিমিটার পুরু টেম্পার্ড কাচ দেয়া হয়েছে। এতে দর্শণার্থীর সেতুর ওপর থেকে নিচে স্পষ্ট দেখতে পাবেন। এক সাথে ৪৫০ জন মানুষ সেতুটিতে চড়তে পারবে। ঘন জঙ্গলে তৈরি এই সেতুটি দুটি পাহাড়ের চূড়ার মধ্যে সংযোগ স্থাপন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরা কর্তৃপক্ষের হাতে স্বীকৃতির সনদপত্র তুলে দেয়। চীনের গুয়াংডং প্রদেশে বিশ্বের দ্বিতীয় দীর্ঘ কাঁচের সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৭শ ২৬ মিটার।
এর মেঝেতে দেওয়া হয়েছে ফ্রান্সের তৈরি টেমপারড গ্লাস। এতে সেতুটি এতই শক্ত যে, ৪৫০ জন দর্শনার্থী একসঙ্গে দাঁড়াতে পারবেন। সেতু থেকে দাঁড়িয়ে আশপাশের সবুজ দৃশ্য চমৎকার উপভোগ করা যায়। এতে দাঁড়িয়ে কাঁচের মধ্য দিয়ে নিচের দিকে তাকালে যে কারো ভয় ধরে যাবে। সেতু পরিচালনা কর্তৃপক্ষের মুখপাত্র হোয়াং মান দু বলেন, এতে যখন দর্শনার্থীরা দাঁড়াবেন, তখন আশপাশের প্রকৃতির সৌন্দর্যকে সমীহ করতে পারবেন।