শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

ভারতে রাশিয়ার তেল রপ্তানি ২৫ গুণ বেড়েছে

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৩১, ২০২২

রাশিয়া থেকে ভারতে তেল রপ্তানি ২৫ গুণ বেড়েছে। রেফিনিটিভ এইকনের তথ্যের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম আরটি এই খবর দিয়েছে। খবর পার্সটুডে।

এতে বলা হয়েছে, গত বছরের মে মাসে ভারত যেখানে রাশিয়া থেকে নয় লাখ ৬০ হাজার ব্যারেল তেল নিয়েছিল, সেখানে এ বছরের মে মাসে দুই কোটি ৪০ লাখ ব্যারেল তেল কিনেছে।

গত এপ্রিল মাসে রাশিয়া থেকে ভারত যে পরিমাণে তেল আমদানি করেছিল তার চেয়ে মে মাসে ৭২ লাখ ব্যারেল বেশি আমদানি করেছে। রেফিনিটিভ এইকনের তথ্যচিত্র বলছে, জুন মাসে ভারত রাশিয়া থেকে দুই কোটি ৮০ লাখ ব্যারেল তেল আমদানি করবে।

গত বছর রাশিয়া থেকে ভারত গড়ে প্রতিমাসে নয় লাখ ৬০ হাজার ব্যারেল তেল আমদানি করেছিল।

ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ভারতের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে। ইউরোপের দেশগুলো যেখানে রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে অনেকটা অনাগ্রহী হয়ে উঠেছে সেখানে ভারতের তেল শোধনাগারগুলো রাশিয়া থেকে তুলনামূলক কম মূল্যে বিপুল পরিমাণ তেল আমদানি করছে। এক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর কোনো সমালোচনাকে পাত্তা দিচ্ছে না নয়াদিল্লি।

রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রাশিয়া থেকে ভারত প্রতি ব্যারেল তেল সত্তর ডলারের কমমূল্যে কিনছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ