শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৮, ২০২২
বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ

পবিত্র ঈদ উল আযহা ও সাপ্তাহিক ছুটিসহ লালমনিরহাটের বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর ৮ দিন বন্ধ থাকবে। এ সময় সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবে।

জানা গেছে, ১০ই জুলাই (রোববার)পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বুড়িমারী কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপ ৯ই জুলাই(শনিবার) থেকে ১৫ই জুলাই (শুক্রবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় ওই দিন পর্যন্ত মোট ৮ দিন সকল কার্যক্রম বন্ধ রাখবে। তবে পুলিশ অভিবাসন চৌকি খোলা থাকবে। পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বুড়িমারী কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বলেন, ‘ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের সিন্ধান্ত এবং ইস্যুকৃত চিঠি অনুযায়ী সাপ্তাহিক ছুটিসহ সাতদিন বন্ধ থাকবে। তবে আগামী ১৬ই জুলাই (শনিবার) থেকে যথা নিয়মে আমদানি-রপ্তানিসহ সকল ব্যবসায়ী কার্যক্রম চালু হবে।’

এ ব্যাপারে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস্ সহকারী কমিশনার (এসি) জে এম আলী আহসান বলেন, ঈদের কারণে আমদানি-রপ্তানিসহ সকল ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী কাস্টমস্ কার্যালয় খোলা থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ