শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

বিশ্ব ব্যাংকের ক্ষমা চাওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১৬, ২০২২

বিশ্ব ব্যাংকের ক্ষমা চাওয়া উচিত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আর যারা বিশ্ব ব্যাংকের কারণে হয়রানির শিকার হয়েছেন, তাদের এ সংস্থাটির ক্ষতিপূরণ দেয়া উচিত বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের অবস্থার পরিবর্তন নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটি আপনি বিশ্ব ব্যাংকে জিজ্ঞেস করেন। আমি ওদের সঙ্গে ডিল (কাজ) করি না।

তিনি বলেন, তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। তাদের নিশ্চয়ই দুঃখ হওয়া উচিত, যে তারা এত অন্যায় কাজ করেছে। বড় প্রতিষ্ঠান যে সব সময়ে ভালো করে বিষয়টি তা না, এর কোন নিশ্চয়তা নেই। মিথ্যা অভিযোগে বহু লোককে তারা জ্বালাতন করেছে। তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত এবং ক্ষতিপূরণ দেয়া উচিত। যে লোকগুলোকে বিশ্ব ব্যাংক হয়রানি করেছে, হেস্তনেস্ত করেছে, তাদের ক্ষতিপূরণ দেয়া উচিত। আর তাদের ক্ষমা চাওয়া উচিত, যে আমরা খুব অন্যায় কাজ করেছি।

এ নিয়ে বাংলাদেশ কোন চিঠি দেবে কি না? এর ‍উত্তরে এ কে আবদুল মোমেন বলেন, আমরা অত তাড়াহুড়াতে নাই। তাদের মনোভাব থাকা উচিত, যে তারা অন্যায় করেছে। দোষ স্বীকার করে নিলে কোন ক্ষতি নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ