বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

বাজার মূলধন বেড়েছে ১২ হাজার ৯৯১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : নভেম্বর ২০, ২০২১

লেনদেন বেড়েছে পুঁজিবাজারে। গত সপ্তাহে সূচকের তুলনায়  এ সময় দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ১২ হাজার ৯৯১ কোটি ৪৫ লাখ টাকা। তবে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।

শনিবার (২০ নভেম্বর) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৫ লাখ ৫৬ হাজার ৪৭০ কোটি ৮ লাখ ৭৭ হাজার টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৫ লাখ ৬১ হাজার ৭৮ কোটি ৫৬ লাখ ১৭ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৬০৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৮১ হাজার ৯৮০ কোটি ৫০ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৯০ হাজার ৩৬৩ কোটি ৪৮ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে মূলধন বেড়েছে ৮ হাজার ৩৮২ কোটি ৯৮ লাখ টাকা। আলোচ্য সময়ে দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১২ হাজার ৯৯১ কোটি ৪৫ লাখ টাকা।

গেলো সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৯৯২ কোটি ৬১ লাখ ৮৪ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৮৯৮ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ হাজার ৯৪ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা বা ১৮.৫৫ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৯৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গেলো সপ্তাহে ৩৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৭৩টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির শেয়ার ও ইউনিট দর।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে ২৫২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ১৬৫ কোটি ৮০ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭২৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৪১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৫৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৮২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৪৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭৬ পয়েন্টে অবস্থান করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ