বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

বই প্রস্তুত সময় মতোই হবে পাবে বছরের শুরুতেই

নিজস্ব প্রতিবেদক
আপডেট : নভেম্বর ১৯, ২০২১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সময় মতোই পাঠ্যবই প্রস্তুত করা হবে। তবে মহামারির কারণে আগামী বছর বই উৎসব করা সম্ভব না হলেও বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

এইচএসসি পরীক্ষা নিয়ে গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বই উৎসব নিয়ে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, আমরা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছি। এবারও তার ব্যত্যয় হবে না। বছরের শুরুতে নতুন বই পাবে শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী বলেন, (করোনার কারণে) গত বছর পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হয়নি, এবারও হয়তো পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হবে না।

মুদ্রণ শিল্প সমিতির পক্ষ থেকে জানানো হয় এখনও ৭০ ভাগ বই ছাপানো হয়নি- এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বছরের শেষে এখনও সময় আছে। এই সময়ে ছাপানোর কাজ শেষ হবে। প্রতি বছরই এ সময় এলে বিভিন্ন গণমাধ্যমে এ ধরণের প্রতিবেদন দেখি। ফলে এ বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। পাঠ্যবই সময় মতোই প্রস্তুত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ