শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

প্রতি ব্যারেল তেলের দাম ১৫০ ডলার ছাড়ানোর আশঙ্কা

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২৯, ২০২২

জ্বালানি তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে। রাশিয়া তেল রপ্তানি আরও কমিয়ে দিলেই এ অবস্থার সৃষ্টি হবে। ব্যাংক অব আমেরিকার (বিওএফএ) এক বৈশ্বিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স ও বিজনেস রেকর্ডারের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বর্তমানে প্রতি ব্যারেলের দাম ১২০ ডলারের নিচে ঘোরা ফেরা করছে।

গবেষণা প্রবন্ধে ব্যাংক অব আমেরিকা জানায়, এখন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের মূল্য প্রায় ১২০ ডলার চোখে পড়ছে। তবে রাশিয়া তেল রপ্তানি সংকোচন করলে তা ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে একটি প্রস্তাব উত্থাপন করেছে ইউরোপীয় কমিশন। এ কমিশনের অধীনে ইউরোপের ২৭টি দেশ আছে।
যদিও এ প্রস্তাব বাস্তবায়ন নিয়ে সন্দেহ আছে। কারণ, ইতোমধ্যে এতে ভেটো দিয়েছে হাঙ্গেরি।

তবে বিওএফএ পূর্বাভাস দিয়েছে, ২০২২ সালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দর গড়ে ১০৪ দশমিক ৪৮ এ থাকবে। ২০২৩ সালে তা আরও কমে ১০০ ডলারে দাঁড়াবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ