বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

পাটক্ষেত থেকে ১৯টি ককটেল ও দেশিও অস্ত্র উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : জুন ১২, ২০২২

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের শিবরামপুর গ্রামের পাটক্ষেত থেকে ১৯টি ককটেল উদ্ধার করেছে শিবালয় থানা পুলিশ।

সকালে স্থানীয় কৃষক পাট ক্ষেতে পাট তুলতে গেলে একটি পরিত্যক্ত কালো ব্যাগ দেখতে পায় পরে ব্যাগের কাছে এগিয়ে গেলে ব্যাগের মধ্যে লাল কসটেপ প্যাঁচানো কিছু লাল বল দেখতে পায় পরে ওই কৃষক স্থানীয়দের সহায়তায় থানা পুলিশে খবর দেন। পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে এবং বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে।

এসময় ঘটনাস্থল মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান শিবালয় সার্কেল নুরজাহান লাবনী এছাড়াও শিবালয় থানা অফিসার ইনচার্জ মো. শাহিন উপস্থিত থেকে পরিদর্শন করেন।

স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই জায়গায় শিবরামপুর পাট ক্ষেত ৮টি ও ঢাকা আরিচা মহাসড়কের খালেক চেয়ারম্যানের বাড়ির পাশে তালগাছের নিচ থেকে ১১টি মোট ১৯টি ককটেল ও দু’টি চাপাতি একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

এই বিষয়ে শিবালয় থানা অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, এলাকাবাসী সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই জায়গা থেকে ১৯টি ককটেল উদ্ধার করি এবং দু’টি চাপাতি এক‌টি খেলনা পিস্তল উদ্ধার করি পরে ঢাকা বোমা নিষ্ক্রিয় দলকে অবহিত করলে তারা এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে। এই বিষয়ে আমাদের তদন্ত চলছে তদন্ত শেষ হলে পরবর্তী তথ্য দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ