শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন

পদ্মা সেতুর মানের বিষয়ে কোনো ধরনের আপোস করা হয়নি

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১৮, ২০২২
Ainun-Nisat

পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সদস্য অধ্যাপক ড. আইনুন নিশাত বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পদ্মা সেতুর কোয়ালিটির (মান) বিষয়ে কোনো ধরনের কমপ্রোমাইজ (আপস) করা হয়নি। এছাড়া বড় ধরনের দুর্যোগ মোকাবিলা করার মতো সক্ষমতার কথা মাথায় রেখেই আমরা সেতু নির্মাণ করেছি।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার (১৮ জুন) আয়োজিত ‘শেখ হাসিনার পদ্মা সেতু নির্মাণ: বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ তথা উন্নয়নশীল দেশসমূহের এক যুগান্তকারী বিজয়’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পদ্মার মতো নদীতে ঘূর্ণিঝড় আঘাত হানবে। কত জোরে আঘাত হানতে পারে, সেগুলো মোকাবিলা করবার মতো সক্ষমতা তৈরি করেই আমরা সেতু নির্মাণ করেছি। সেতুর কাঠামো নির্মাণে আমরা ৭০ ফুট পর্যন্ত ড্রেজিং করেছি। বিশ্বের সবচেয়ে বড় ড্রেজিং মেশিন এনে ড্রেজিং করেছি।

সেমিনারে তিনি আরও বলেন, প্রত্যেকেটা প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া বড় বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।

প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় প্রবন্ধ উপস্থাপন করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

এছাড়াও সেমিনারে আলোচনা করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. সামসুল আলম, অর্থনীতিবিদ ড. এম খালিকুজ্জামান, সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ