শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদার

শরীয়তপুর সংবাদদাতা
আপডেট : জুন ২২, ২০২২

পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নাশকতার আশঙ্কা নেই, বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে এসব তথ্য পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ‘তবুও র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ’

বুধবার (২২শে জুন) দুপুরে পদ্মা সেতু উদ্বোধনের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘নাশকতাসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য র‌্যাবের প্রতিটি টিমের টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তা তল্লাশি চলমান থাকবে। ’

তিনি বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন ঘিরে কোনো ধরনের গুজব, উসকানিমূলক তথ্য প্রচার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ’

র‌্যাবের মহাপরিচালক আরও বলেন, ‘সেতুর দুই প্রান্তে র‌্যাাবের নিরাপত্তা, সমাবেশস্থল টোল প্লাজা, ফলক উন্মোচন, হেলিপ্যাডসহ সর্বস্তরের নিরাপত্তার দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ