শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

দিনাজপুরে খেলার সময় বজ্রপাতে ৪ জনের প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : আগস্ট ২৩, ২০২১

দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেছে চারজনের। সোমবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে দিনাজপুর সদরের ৮নং উপশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ৮নং রেলঘুন্টি এলাকার আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), বাবলু মিয়ার ছেলে আতিক (১৬), সাজু মন্ডলের ছেলে মিম (১০), কালিপুর এলাকার আপন (১৬)।

এ সময় আহত হয়েছেন সাজু (১৭), ইদ্রিস আলীর ছেলে মমিনুল (১৬), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১৬) নামের আরও ৩ জন।

জানা যায়, বিকেলে ৮নং ফুটবল মাঠে খেলা করছিল ওই কিশোরেরা। এ সময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ