বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

দাম কমলো এলপিজি সিলিন্ডারের

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২, ২০২২
দাম কমলো এলপিজি সিলিন্ডারের
দাম কমলো এলপিজি সিলিন্ডারের

দেশে ভোক্তা পর্যায়ে গ্যাসের ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, এখন থেকে ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৩৫ টাকা থেকে কমে এক হাজার ২৪২ টাকা। আর এই দাম আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান ঘোষণার সময় বলেন, বেসরকারি এলপিজির রিটেইলর পয়েন্টে (ভোক্তা পর্যায়) মূসক ব্যতীত প্রতি কেজির মূল্য ৯৭ টাকা ৩ পয়সা এবং মূসকসহ ১০৩ টাকা ৫০ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ কারণে এখন থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ দাম এক হাজার ২৪২ টাকায় সমন্বয় করা হয়েছে।

তিনি আরও বলেন, বুধবার রাতে সৌদির আরামকো কোম্পানি দাম ঘোষণা করেছে। আমরা সদস্যরা সারা রাত বসে ভোক্তা পর্যায়ের দাম সমন্বয় করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ