শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

তিউনিসিয়ায় ধর্মঘটে বিচারকরা

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৭, ২০২২

বিচার বিভাগে হস্তক্ষেপ ও ৫৭ জন বিচারককে বরখাস্ত করায় প্রেসিডেন্টের অপসারণে চেয়ে ধর্মঘট পালন করছেন তিউনিসিয়ার বিচারকরা। দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদের বিরুদ্ধে সোমবার (০৬ই জুন) থেকে সপ্তাহব্যাপী এই কর্মসূচি শুরু করেছেন তারা। স্থানীয় বিচারক অ্যাসোসিয়েশন জানিয়েছে, আদালতসহ সব ধরণের বিচারিক ক্ষেত্রগুলো কাজ স্থগিত রাখা হয়েছে। তবে সন্ত্রাস সংক্রান্ত মামলাগুলোকে ধর্মঘটের আওতামুক্ত রাখা হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে বিচারকদের স্বাধীনতা নিয়ে কাজ করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ভেঙে দেন। পরে জুলাই মাসে দেশের নির্বাচিত পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাহী ক্ষমতা দখলে নেন তিনি। আর গত মঙ্গলবার দুর্নীতি এবং সন্ত্রাসীদের রক্ষা করার অভিযোগ এনে ৫৭ বিচারককে বরখাস্ত করেন কায়েস সাঈদ। ধীরে ধীরে বিচার বিভাগকে ধ্বংস করা ও এই ক্ষেত্রটিকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগে ধর্মঘট শুরু করেছেন দেশটির বিচারকরা।

এদিকে, প্রেসিডেন্ট কায়েস সাঈদের এসব কর্মকান্ডের কারণে দেশটি এখন গভীর রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে। বিচারকদের এ ধর্মঘট দেশটিতে চলমান প্রেসিডেন্টের সংবিধান সংস্কারের গণভোটবিরোধী উত্তেজনা আরও চরম আকার ধারণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ