শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

ঢাকায় বৃষ্টি কমলেও বাড়তে পারে রংপুর ও সিলেটে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : জুলাই ৬, ২০২১

গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কক্সবাজারে। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, “ঢাকা ও এর আশেপাশে এখন এই এক পশলা বৃষ্টি, এই রোদেলা আবহাওয়া থাকবে; যে কোনো জায়গায় থেমে থেমে বৃষ্টি হতে পারে।

“বর্ষার এমন সময়ে ঢাকার বাইরে বৃষ্টিও বাড়বে কয়েকদিন পর। ৯ জুলাইয়ের পর রাজধানীতে বৃষ্টির প্রবণতা কমবে।”

তবে আষাঢ়ের শেষ সময়ে রংপুর ও সিলেট অঞ্চলে তুলনামুলক বেশি বৃষ্টিপাত হবে বলে উল্লেখ করেন তিনি।

আজ বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এদিকে জুলাই মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, এই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ সময় ভারি বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু স্থানে স্বল্প থেকে মধ্য মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এছাড়া দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকায় কিছু স্থানে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ