শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন

ডেঙ্গু: ২৮ দিনে ২৯ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : আগস্ট ২৮, ২০২১

এই বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্ট মাসে। আগস্টের ২৮ দিনে ৬ হাজার ৯১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটি এখন পর্যন্ত এই বছরের সর্বোচ্চ শনাক্ত। এ ছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪১ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ২৯ জনই মারা গেছেন আগস্টে।

শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৬৫ জন। এদের মধ্যে ২১৪ জনই ঢাকার আর ঢাকার বাইরে ৫১ জন।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১১১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৯৬৭ জন, আর বাকি ১৪৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত ৯ হাজার ৫৬৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৮ হাজার ৪১৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ