শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় সোনার বারসহ যুবক আটক

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ৫, ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকায় অভিযান চালিয়ে ২২টি সোনার বারসহ সাঈদ খান (৪২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান।

আটক সাঈদ খান উপজেলার দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ৫৮ বিজিবির একটি বিশেষ টহল দল জেলার জীবননগর উপজেলার উথলী এলাকা ওঁৎ পেতে থাকে। এ সময় সাঈদ খান মোটরসাইকেলে উথলী এলাকা অতিক্রম করলে বিজিবির দল তাকে ধাওয়া করে দর্শনা রেলক্রসিংয়ের অদূরে পৌঁছালে তাকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে ৪ কেজি ৪১৬ গ্রাম ওজনের ২২টি সোনার বার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা আরও বলেন, জব্দকৃত সোনার বারের অনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ১৩৪ টাকা। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা হচ্ছিল। অভিযুক্ত সাঈদ খানের বিরুদ্ধে দর্শনা থানায় মামলাসহ জব্দ করা সোনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ