যুদ্ধবিরতির মাত্র একদিনের মাথায় পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় আল আকসা ব্রিগেডের কমান্ডারসহ নিহত হয়েছে অন্তত তিন জন। গুলিবিদ্ধ ৭০ জনের কাছাকাছি। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে পশ্চিম তীরের শহর নাবলুসের একটি বাসভবনে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।
কয়েক ঘন্টার গোলাগুলিতে এসময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী আল-আকসা ব্রিগেডের কমান্ডার ইব্রাহিম আল নাবলুসি নিহত হন বলে জানায় তেল-আবিব। এছাড়া, অভিযানে নিহত হন আরও দুই ফিলিস্তিনি। একাধিক গণমাধ্যম জানায়, ইসরায়েলি বাহিনীর কাছে আত্মসমর্পণে অস্বীকৃতি জানিয়ে পাল্টা আক্রমণ চালান ইব্রাহিম আল নাবলুসি ও তার সমর্থকরা। গেল জুলাই থেকেই বেশ কয়েকটি অভিযানে নাবলুসিকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিলো ইসরায়েল। সূত্র: আল জাজিরা