আগামীকাল শনিবার ২ অক্টোবর জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৯০ হাজার ডোজ টিকা দেশে আসবে।
কাতার এয়ারওয়েজের মাধ্যমে বিকাল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্যাকসিনগুলো পৌঁছানোর কথা রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান শুক্রবার (১ অক্টোবর) এই তথ্য জানান।
তিনি জানান, ভ্যাকসিন গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন।