শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০৩

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : আগস্ট ২৭, ২০২১

আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ১০৩ জন। এর মধ্যে ১৩ জন মার্কিন সেনা এবং ৯০ জন বেসামরিক লোক রয়েছেন। এদিকে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।

শুক্রবার (২৭ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিট্রিশ সরকারের তরফে আগেই সতর্কবার্তা জারি করা হয়েছিল যে, কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলা হতে পারে। তাদের সেই আশঙ্কা সত্যিতে পরিণত হতে খুব বেশি সময় লাগেনি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো ওই হামলায় নিহত বেসামরিক আফগানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৯০ জনে। এ ছাড়া নিহত কমপক্ষে আরও ১৩ মার্কিনিসহ হামলায় প্রাণ হারানো মানুষের সংখ্যা ১০৩ জনে দঁড়িয়েছে।

কাবুল বিমানবন্দরে হওয়া ভয়াবহ ওই আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ১৮ জন মার্কিন সেনা ও চাকরিজীবী রয়েছেন বলেও নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বৃহস্পতিবারের হামলার পর বিদ্যমান পরিস্থিতিতে আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর মেরিন কমান্ডার জেনারেল ফ্রাংক ম্যাকেঞ্জি সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য সংবাদ